যদি তোমরা আমায় দালাল বল,
আমি পল্লীবন্ধুর দালাল হব ৷
যদি তোমরা আমায় রাখাল বল,
আমি জাতীয় পার্টির রাখাল হব ৷
যদি তোমরা আমায় পাগল বল,
আমি দেশের প্রেমে পাগল হব ৷
যদি তোমরা আমায় বিখারী বল,
আমি দেশের জন্য বিখারী হব ৷
যদি তোমরা আমায় চাকর বল,
আমি দেশের সেবায় চাকর হব ৷
যদি তোমরা আমায় চৌকিদার বল,
আমি দেশ পাহারায় চৌকিদার হব ৷
যদি তোমরা আমায় মাতাল বল,
আমি জাতীয় সঙ্গীতের মাতাল হব ৷
যদি তোমরা আমায় কাঙ্গাল বল,
আমি মায়ের জন্য কাঙ্গাল হব ৷
যদি তোমরা আমায় বাঙালি বল,
আমি হাসি মুখে বাঙালি হব ৷


রচনাকাল ১৮/০৪/২০১৫ ইং
নিউ ইয়র্ক ৷
------------------------------