আমি মুক্তিযোদ্ধা নই
মুক্তি যুদ্ধের স্ব-পক্ষের শক্তি ৷
আমি মুক্তিযোদ্ধা নই
মুক্তিযুদ্ধকে অবগাহন করি
আমার ব্যাথিত হৃদয় দিয়ে !
আমি মুক্তিযোদ্ধা নই
মানবতার অগ্রদূত,
হিংস্রতা,বর্বরতা বিরোধী ৷
আমি মুক্তিযোদ্ধা নই
শান্তির প্রতিক,
বৈষম্য হীন উদার নীতি ৷
আমি মুক্তিযোদ্ধা নই
সচ্ছ বিচারের পক্ষে,
আমি শাস্তি চাই
যত্র তত্র ফাঁসি নয় !
আমি মুক্তিযোদ্ধা নই
জলন্ত বিষ্পরণ,গর্বিত বাঙালি !
আমি মুক্তিযোদ্ধা নই
মনে প্রাণে বাংলাদেশী ৷
আমি মুক্তিযোদ্ধা নই
মজদুর মওলানা ভাসানী
আমি মেহনতি শ্রমিকের অধিকার ৷
আমি মুক্তিযোদ্ধা নই
বঙ্গবন্ধু শেখ মুজিব
আমি বাঙালি জাতির উত্তরসুরী ৷
আমি মুক্তিযোদ্ধা নই
অমর শহীদ জিয়া
আমি বহুদলীয় গণতন্ত্রের সুবিদাভোগী ৷
আমি মুক্তিযোদ্ধা নই
পল্লীবন্ধু এরশাদ
আমি মুক্তিকামী গণ মানুষের সস্তি ৷
আমি মুক্তিযোদ্ধা নই
সাত শ্রেষ্ঠ বীর,
আমি জীবন দিব
আমার স্বদেশ পূণ উদ্ধারে ৷
আমি মুক্তিযোদ্ধা নই
৫২ এর ভাষা আন্দোলন,
আমি ভাষা শহীদ
রক্তাক্ত একুশে ফেভ্রুয়ারী
লাল সূর্য বুকে নিয়ে
দাঁড়িয়ে থাকা শহীদ মিনার ৷
আমি মুক্তিযোদ্ধা নই
কালজয়ী ১৬ই ডিসেম্বর
মহান বিজয় দিবস ৷
আমি মুক্তিযোদ্ধা নই
৭ই মার্চ বঙ্গবন্ধুর কন্ঠে অগ্নিঝরা কবিতা
এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম,
এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম ৷
আমি মুক্তিযোদ্ধা নই
২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবস,
শির উচুঁ করে দাঁড়িয়ে থাকা
স্মৃতিস্তম্ভ স্মৃতিসৌধ !
আমি মুক্তিযোদ্ধা নই
মুক্তিযুদ্ধের অতন্দ্র প্রহরী
১১ বীর সেনাপতির হুংকার !
আমি মুক্তিযোদ্ধা নই
বীর বাঙালির কৃতিত্ব
গৌরবের অলংকার !
আমি মুক্তিযোদ্ধা নই
আমার মায়ের সম্ভ্রমে কিনা
লাল সবুজের পতাকা ৷
আমি মুক্তিযোদ্ধা নই
শ্রুতিমধুর হৃদয়স্পর্শী জাতীয় সঙ্গীত
আমার সোনার বাংলা,
আমি তোমায় ভালবাসি ৷
আমি মুক্তিযোদ্ধা নই
মুক্তিযুদ্ধের নিরব সাক্ষী,
খালে-বিলে গলিত,
লক্ষ লক্ষ বিবস্র লাশের প্রতিচ্ছবি !
আমি মুক্তিযোদ্ধা নই
মুক্তিযুদ্ধের শানিত দ্বার,
বয়ে চলছি একাত্তর,লিখে চলছি
স্বাধীনতার জয়গান ৷
আমি মুক্তিযোদ্ধা নই
মহান মুক্তিযুদ্ধের জয়ধ্বনি
জয় বাংলা. জয় বঙ্গবন্ধু ৷


রচনাকাল ৩০/১১/২০১৫ ইং
নিউ ইয়র্ক ৷
-----------------------------------------------