আমি শেরে বাংলার বাংলায় জন্মেছি
আমি ধন্য এই বাংলায় আমার জন্ম
আমি বাংলার বাঘের গর্জন
আমি শেরে বাংলার তর্জন
আমি হুঙ্কার দিয়ে জাগিয়ে তুলি
আমি বাংলার দাবী আদায়ে বদ্ধপরিকর !


আমি শহীদ সোহ্‌রাওয়ার্দীর
বহুমুখী বৈচিত্রের অধিকারী
আমি বৈচিত্রময় নেতৃত্ব
আমি ডাক দিয়ে যাই মুক্তির
আমি করবো দাবী সস্তির
আমি শান্তি চাই ক্লান্তি নয়
আমি মুক্তি চাই যুক্তি নয়
আমি হব নতুন বাংলার দিশারী !


আমি মওলানা ভাসানীর সংগ্রামের অধিকার
আমি শ্রমিকের দাবী দাওয়া
আমি বজ্র কন্ঠে দীপ্ত আওয়াজ
আমি আগুনের ফুলকি
আমি আপসহীন নেতার অনুসারী
আমি কর্মঠ আমি শ্রদ্ধায় অবনত
আমি তোমার হাতের ছড়ি !


আমি বঙ্গবন্ধুর স্বাধীনতা কামী সে ভাষণ
আমি রেসকোর্স ময়দানের বীর বাঙ্গালী
আমি লক্ষ জনতার মাঝে একজন বঙ্গবন্ধু
আমি নৌকায় করে পাড়ি দেওয়া সেই বৈঠা
আমি তোমার মুখের উত্তাপ্ত কথা মালা
আমি তোমার নির্দেশ
আমি সাদা পায়জামা পাঞ্জাবি
আমি কালো মুজিব কোট
আমি তোমার চোখে লেগে থাকা
কালো ওই চশমা খানা !


আমি শহীদ জিয়ার স্বনির্বর বাংলাদেশ
আমি বাংলাদেশী
আমি খাল খননের সেই পরিচিত দৃশ্য
আমি কোদাল হাতে বসে আছি
কাদা মাটি গায়ে মেখে
আমি ধানের শিষে আছি মিশে
আমি তাকিয়ে থাকা অবাক বিশ্ব !

আমি পল্লীবন্ধুর মুক্তিকামী সে শাসন
আমি উন্নয়নের জীবন্ত সাক্ষী
আমি গরিব অসহায়দের মুখে হাসির জলক
আমি বন্যার গলা পানিতে হেঁটে চলা সেই যুবক
আমি জেলা-উপজেলার সেই রূপকার
আমি এই বাংলার কিংবদন্তি স্বপ্নিল কর্ণধার
আমি কৃষকের হাতে লাঙ্গলের ফলা
আমি সার্কের প্রতিষ্ঠাতা
আমি আমার দেখা এক সফল নেতা !


রচনাকাল ১৮/১২/২০১৫ ইং
ব্রুকলিন,নিউ ইয়র্ক ৷
-------------------------------------