ভালবাসা হলো প্রদীপের আলোর মত,
সে খানে সংকীর্ণতার কোনো স্থান নেই ৷
মনের ভাব বিনিময় করা সহজ কোন কাজ নয়,
হিমালয়,পর্বত জয় করার নামান্তর ও বটে ৷
ভাল কিছু পেতে হলে অপেক্ষা করতে হয়,
একদিনে কোন কিছু জয় করা হয়ে উঠেনা ৷
প্রতীক্ষার প্রহর শেষে একটু একটু করে ধরা দেয়,
ভালবাসা দিয়ে ভালবাসা জয় করে নিতে হয় ৷
যখনি প্রেমের আল্পনা মনের মাঝে উঁকি দেয়,
তৎক্ষণাৎ আঁধার ঢেকে থাকা মুখে-
অন্ধকার তাড়িয়ে হাসি ফুটে উঠে l
ভালবাসার জন্যে ভালবাসার প্রয়োজন হয়,
আবার ভালবাসার নান্দনিকতায়-
ভালবাসার কোন স্থান নেই !
জীবনের চলমান দৃশ্যের সব চিত্র যদি এক রকম হতো,
তাহলে প্রেমময় পৃথিবী এতো বিদীর্ণ হতোনা
আত্মারা উড়ে যেতনা I
নিথর দেহ ঝুলে থাকতে হতোনা বৃক্ষের বটমূলে,
প্রেমিক যুগল হলো ভালবাসার এক অসাধারণ প্রতীক I
যে হেরে গেলো সে ধ্বংসের ধারপ্রান্তে চলে গেলো,
যে বা যাহারা এই প্রেমমত্বে কঠিন যুদ্ধে স্থিরতা নিয়ে-
এগিয়ে গেলো তারাই হবে এই যুগের সুখী দম্পতি I
সময় আমাদের দিক নির্দেশনা ঠিক করে দেয়,
আমরা সবাই সময়ের হাতে বাঁধা কেউ শৃঙ্খল মুক্ত নয় I
আমি কি পেরেছি তোমার মন জয় করে নিতে ?
না পারিনি বার বার হেরেছি !
ভালবাসার আমিত্বকে জয় করা মৃত্তিকা মানবীর আবেদন-
যদি মাস্তুল বিহীন জাহাজের নাবিকের হাতে থাকে,
তাহলে সে আবেদন গ্রহণ করার কোন সাহসিকতা কি-
নাবিকের আছে ? না নেই আমারও ছিলনা !
আমি মাস্তুল বিহীন এক নাবিক মাঝ দরিয়ায়-
হিমসিম খাচ্ছি কিনারে ভিড়তে কোন কূল খুঁজে পাচ্ছিনা !
আমি যতই চেয়েছি তোমার স্রোত ধারায় ভাসতে,
তুমি কঠিন পথ বলে আমাকে ফিরিয়ে দিয়েছো !
কারণ তার জন্য দরকার অসীম প্রেম,
আর সেই প্রেমের মধ্যে ছিল মিথ্যার আশ্রয়,প্রশ্রয় !
প্রেম বলে তেমন কিছু ছিলনা সবি ছিল অভিনয়,
আর শরীরের অমার্জনীয় ব্যবহার !
ভালবাসার আমিত্ব কি তুমি জানতে না,
কখনো জানার চেষ্টাও করোনি ৷
যে খানে স্রোতধারা তার অবগাহনের পথ আঁকড়ে ধরে আছে-
আমি চাইলেও সেই অবগাহন হতে পারবোনা,
অসংখ্যা জলধারা আমাকে পেয়ে বসবে !
তারপরও আমি সব কিছুর ঊর্ধ্বে তোমাকে পেতে চাই,
তোমার অস্তিত্বকে বহন করে বেঁচে থাকতে চাই !
আমার জীবনের জন্য যদি তোমাকে না পাই
তাহলে এই প্রেমহীন ধূসর মরুভূমির বুকে আর কাউকে-
ভালবাসার অস্তিত্ব খুঁজতে দিতে পারিনা ৷


রচনাকাল ০৭/০৭/২০১৬ ইং
ব্রুকলিন,নিউ ইয়র্ক ৷
-----------------------------------------------------------------