কে ঘুচাবে দুর্গতি!
কবে হবে আমাদের আইনের প্রতি সুমতি?
       হকারে দখল ফুটপাত
যাত্রাপথে কে দিবে কার অগ্রাধিকার!
ঘণ্টার পর ঘণ্টা বসা যখন নিত্যদিনের
কর্মশেষে বাসায় ফেরে ঘরের টানে মায়ের টানে,
চলতে পথে তাইতো সবাই চড়ে দ্রুতযানে।
            রাষ্ট্রযন্ত্র তখন থমকে দাঁড়ায়
ধীর গতির ঐ ট্রাফিক জ্যামে,
দুর্বিসহ যানজটে নদীবিধৌত
সবাই তখন দাঁড়িয়ে বসে শুধুই ঘামে।
         কষ্টের জীবন ওষ্ঠগত
যানজটের সাথে জলজটের গতিই দুর্গতি,
যন্ত্রমানব গতির দানব কারো নেই কোন সুমতি।
দিনে দিনে বাড়ছে শুধু অগ্রগতির দুর্গতি,
ঘরে বাইরে সবখানে বাড়ছে দেখ ভয়ভীতি।
চলতে পথে বিশৃঙ্খলা-নৈরাজ্যে পথাচরির যায় প্রাণ,
রক্তখেলা থামবে কি ? হবে না এ অবসান!
তোমরা পারো জাতির বিবেক, সুশীল সমাজ বুদ্ধিজীবি
রাজনীতিবিদ আর দায়িত্বরত কর্মজীবি।
তোমরা পারো দুর্বিসহ যানজটের এই ভোগান্তিটাকে
দূর করতে, যদি সবার আন্তরিকতা থাকে।
জাতির প্রতি, নীতির প্রতি একটু যদি আন্তরিক হও,
দেখবে তখন দুনীতি, দেশ থেকে হয়েছে উধাও।
      (০৪ আগস্ট ২০১৮, শনিবার)