সাম্যের ব্যাপ্তি গণতন্ত্রের প্রাণ
পরমতসহিষ্ণুতা তারই ধ্যান জ্ঞান
বৈষম্য যত কমবে গণতন্ত্র ততই বিকশিত হবে
মুক্তবুদ্ধি চর্চার বিকাশ ঘটবে।
পরমতসহিষ্ণুতা গণতন্ত্রের আদর্শ
ভিন্ন জনে থাকবে মতাদর্শ।
ক্ষমতার দ্বন্দ্ব, সংখ্যাগরিষ্টের মতামত;
বিরোধীপক্ষকে করে সর্বত্র কুপোকাত।
পুঁজিপতি সে তো গণতন্ত্রের নামে শোষণ!
লুটেপুটে নিয়ে গবিবের নামে ভাষণ।
গরিবকে গরিব আর ধনিকে করে আরো ধনি
সাম্যের নামে গণতন্ত্রে চলে জয়ধ্বনি।
(০৭ জুন ২০১৮)