পরোপকারী বন্ধুসুলভ মনোভাব নিয়ে যাও এগিয়ে,
থমকে দাঁড়ায়ে না! কুচক্রীমহল আর সন্ত্রাসীর ভয়ে।
হে তরুণ! তোমাকে হতে হবে যুগের চাহিদা উপযোগী,
জ্ঞান বিজ্ঞান প্রযুক্তির যুগে হও যুগের সময়ের উপযোগী।
বাস্তববাদী, একনিষ্ঠ অক্লান্ত পরিশ্রমী আর অধ্যবয়সী
দৃপ্ত শপথে আপন ভূবনে এগিয়ে যাও তুমিই হবে জয়ী।
জীবনে কঠিনকে হৃদঙ্গম করো, ভোগ নয় ত্যাগী হও!
সতর্কতার সাথে বাস্তব সত্যের পথে নেতৃত্ব দাও।
বুদ্ধি-যুক্তি-প্রজ্ঞা-সততা আর মানবিক গুনাবলীতে ,
দেশকে এগিয়ে নেও আপন কর্মদক্ষতার সাথে।
দুর্নীতি স্বজনপ্রীতি ঠেকাও আর করিও না সন্ত্রাস,
তোমরা পারবে দেশকে রক্ষা করতে, এ মোর বিশ্বাস।