গণতন্ত্র থেকে সমাজতন্ত্র তারপর পুঁজিবাদী গণতন্ত্র,
দুর্বলতার অপকৌশলে নব্য প্রযুক্তি করছে বিভ্রান্ত।
বিচার বিবেচনা স্তব্ধ ঐ নামি-দামি সংস্থার কাছে,
বিশ্বভ্রাতৃত্বের বদলে সর্বত্র সন্ত্রাসবাদ গ্রাস করছে।
হে তরুণ! তোমরা এগিয়ে যাও আগামীর পথে,
বিশ্বসভায় মেধা মননে কর্মদক্ষতা গুনে দৃপ্ত শপথে।
তোমরা উপহার দাও, বাংলা বাঙালির করে বিশ্বদরবারে,
আধুনিক জনকল্যাণ, মননশীল, দক্ষতা আর সমৃদ্ধি করে।