রমজান এসেছে দ্বারে
            শয়তান বন্দি ঘরে,
তোমরা হাত তুলে করো মোনাজাত
এসেছে আবার রহমত, মাগফিরাত, নাজাত।
রোজার ঔ মহিমাময় কুদরতে
তাছবিহ্ তাহলিল পড়ো মহান রজনীতে,
মহিমন্বিত রজনি শবে-কদরের ফজিলত
       পানাহ লাইলে পাবে মুক্তি নাজাত।
এ যে আত্মশুদ্ধির ক্ষমার মাস
রমজানের শিক্ষা নিয়ে চলো বারোমাস।
তুই, রোজা রেখে পবিত্র কর আজ মন
রোজা রেখে কোরান পড়ো
              আল্লাহকে ডাকো সর্বক্ষণ।
তিনি যে রহিম রহমান গফ্ফার
রোজার বরকতে ক্ষমা করবেন সবার।
প্রভু, তোমার ক্ষমা পাবো বলে
              রোজা রাখি রমজান মাস
প্রভু তুমি আদেশে পাঁচটি স্তম্ভ
                   মানি যেন বারোমাস।
(২৯ মে ২০১৮, ১২ রমজান ১৪৩৯)