সাম্রাজ্যবাদীরা ধনিক-বনিক নির্বাচনতন্ত্রকে বলে উদারগণতন্ত্র,
ফলে, শূন্য হচ্ছে আদর্শগত নেতৃত্ব, টাকার পিছে গণতন্ত্র।
সমাজে সর্বত্র সবল-দুর্বল, জালেম-জুলুম, শোষক-শোষিত;
যে জাতি অত্মহারা, নেতৃত্বহারা, মনোবল হারা, তারা বঞ্চিত।