প্রতিদিনের পলিথিনের ব্যবহারে মুখবন্ধ সব ড্রেনে,
একটু বৃষ্টি হলেই পথে পথে হাঁটুজল দোলে সবখানে।
দায়িত্বজ্ঞানহীন ভাবে সবাই করি, দোষচাপি কর্তৃপক্ষের,
সাধুসেজে শীতাতাপ কক্ষে বসে নীতিকথা যাচ্ছি কয়ে।
সাবধান না হয়ে সমাধানের নামে প্রতিবন্ধকতা সৃষ্টি করছি,
প্রশ্ন করতে হবে নিজেকে দেশের জন্য কি করছি?
আগামীর তথা নবীন প্রজন্মের জন্য কি রেখে যাচ্ছি!