পাতাঝরার মর্মর ধ্বণি শেষে
ন্যাড়াগাছে কচিপাতার আগমণ,
যৌবনের জাগরণ,
কোকিল ডেকেছে, বসেছে একুশের গ্রন্থমেলা।
প্রকতিতে ফাগুনের জাগরণী গান
ঋতুরাজের মাতাল সমীরণে জাগে প্রাণ।
শুষ্ক শীতের বিদায়
বসন্ত হেসেছে শিমুলের আভায়,
আমের বোলে অলির ছোঁয়ায় ফাগুন সেজেছে
প্রকৃতি হেসেছে।
ফুল ফুটেছে খোঁপায় খোঁপায়
শাড়ির আচলে হলুদের আভায়
শিমুল,পলাশের ডালে আগুনের গোলা
মৌ গুঞ্জনে আত্মভোলা।
দক্ষিণা বাতাসে উড়ছে চুল দুলে
প্রাণের কল্লোলে নারির কুন্তলে।
সবুজ বসন্তে ফুল পাখির মিলন কাননে
নবযৌবন ফিরে পায় প্রকতির প্রাণে।
হাতছানি দিয়ে ডাকছে হে নবীন,
এসো হারাই নব পল্লবে, যৌবন যে স্বাধীন।
(১৪ ফেব্রুয়ারি ২০১৮)