শর্ষে ক্ষেতে ফুলের পরে
                 আলতো চুমু খেয়ে,
যায় হারিয়ে পরিরদেশে
             স্বপ্নদেশে যায় হারিয়ে।
হঠাৎ হাওয়ায় হলুদ বেশে
         মন ছুঁটে যায় রঙিন দেশে,
হলদে দুপুর মৃদ্রু হাওয়ায়
           মৌমাছি যায় গুনগুনিয়ে
ঝিঁঝি পোকার সন্ধ্যাবেলা
         জোনাক জ্বলে আঁধার দিয়ে,
শীত কুয়াশার খেজুর রসে
               প্রজাপতি আস্তে বসে।
     (০২ মার্চ ২০১৮)