আর অমঙ্গল নয়, চাই মঙ্গলের প্রভা;
জীবন জাগাতে সবাইকে একটু জেগে উঠা।
চুপিচুপি নির্জনে ঘুমিয়ে পড়া নয়,
তীব্য প্রতিবাদে জেগে উঠা, ভয়কে করতে হবে জয়।
আকর্ষিক হতবিহ্বল বিধ্বস্ত ঘটনায়,
জীবন যুদ্ধে দাঁড়াতে হয় কঠিন বাস্তবতায়!
শত প্রতিকূলতা দূরে ঠেলে
দৃঢ় মনেবলে, অদম্য সাহসে কর্ম করলে
মঙ্গলের প্রভা ছড়াবে তুমি
আলোর মশালের চেয়েও উজ্জ্বল হবে তুমি।
মনের অন্দর মহলকে আলোকিত করো
তথ্য প্রযুক্তির বিশ্বয়ানে জীবন যুদ্ধে জাগো
অলস, কুসঙ্গ কিছুই দেবে না তোমায়,
জাগো তুমি মঙ্গলের আলোক শোভায়।
নিজেকে আলোকিত করো, আপন প্রভায় দোলো;
আপন মহিমায় আপন কর্মক্ষেত্রে চলো।
দুর্গত গতিতে আত্মপ্রত্যয়ে এগিয়ে যাও
বিজয়ের আলোকচ্ছ্বটা জ্বালিয়ে দাও।
(০৮ জুন ২০১৮)