আজ আমি মোরে ভুলিয়াছি নীরবে
ক্লান্তিতে শান্তি মিলিল
মায়া ছাড়ি ধাত্রী বায়ু সবে
চির তরে তব ভুলিল ।
ওহে কেমোর বন্ধু সেই বেলা
মোর বিয়গের দুখে
অঝরে ঝরায়ে অস্রুর খেলা
ভাসাইলে ভেলা মম এ বুকে ।
----
----
মোর নীরবের আগে তোকে
দুদন্ড লইতিশ যদি রুখে
কহিতাম দুটি কথা অতি সুখে ।
মোর লাগি তোর এত ভালোবাসা
কারে শোনালি কে শুনিল তোর ভাষা
আমি নীরবে ফিরিবনা আর সে যে দুরাশা ।
-
-
* The best and most beautiful things in the word  cannot be seen or even touched- they must be felt with the heart '
_Helen Keller