কত কাল গেল চলি
নব রুপে নব সাজে
বিশ্ব প্রাঙগণ মাঝে
কত রুপকথা গেল বলি ।
কেহ দিলে প্রেম কেহ সংস্কার
যে বানী লভিয়া প্রানে
সুর উঠায়েছি জীবন তানে
গুরুজন তব লহ নমস্কার ।
------
------
তুমি ত চহিয়াছ আপন রুপে
মোদের জীবন রাঙাতে,
জীর্ণ ছেদিয়া উঠাইতে রবী
নব প্রভাতে ।
কেহ শুনিলনা তোর বানী,
তাই নীরবে মম এ প্রান দেয় তোর পানে হাত ছানি ।
-
-
* A hero is born among a hundred, a wise man is found among a thousand, but an accomplished one might not be found even among a hundred thousand man "
_Plato