একদিন এই মরুময়তাকে জয় করে
তোমার শোনিত ধারায় ছুঁটে যাবো
হেরোইন কিংবা পেথিডিনের মতন,
ধ্বংস করে দেবো আমি ছাড়া
তোমার সকল স্বপ্ন; সেদিন কি করবে তুমি?
সেদিন তো ভালবাসতে হবে আমাকেই...।


একদিন এই ধূসরতা বিলীন হবে।
কুয়াশার ভোর কেটে জাগবে সূর্যের উত্তাপ,
মন যমুনায় ক্ষুধার্ত ভাঙ্গন
ভেঙ্গে নিয়ে যাবে তোমার সুখের ঘর,
শুষ্ক শীতের শেষে একদিন ঘোর বরষায়
ঢেউয়ের গর্জনে ক্ষণে ক্ষণে
তোমাকে তো বিলীন হতে হবে আমাতেই...।


গোলাকার এই পৃথিবী ঘুরে এসে
একদিন তুমি আমাকেই খুঁজে পাবে ফের।
অবাঞ্চিতরা মাথা হেঁট করে
ফিরে যাবে বঞ্চনা নিয়ে,
একদিন আমাদের মোহনায়
অশ্রুর বিকিরণে জাগবে রংধনু
একদিন আমার ব্যকুলতাগুলো
একে একে ভেঙ্গে দেবে বিবেকের দেয়াল
একদিন বিষাদী কৃষ্ণচূড়া গাছে
দোল দেবে চাতকের শিশ
অপ্রকাশিত ভালবাসারা
আগুণে পাখির মত আগুয়ান হবে
- একদিন -


তুমি আমি, আমি তুমি, আমরা দু’জন
পৃথিবীতে সৃষ্টি করে যাব নতুন সভ্যতা।।