এভাবেই ভাল থাকো তুমি
অন্য কারো আলিঙ্গনে
কারো বুকে কপাল ঠেকিয়ে
কারো ওষ্ঠ, কারো হাত,
কারো চুল, পা, কোমর,
কারো পশমের সাথে জড়িয়ে থাকো...
এভাবেই ভাল থাকো তুমি


আমার বুকের মাঝে জলহীন চৈত্রের ফাঁটল
বেয়ে রক্ত, পুঁজ, শ্লেষ্মার সাথে
বেরিয়ে যেতে থাকো গলগলে ভালবাসা হয়ে
চুঁইয়ে চুঁইয়ে...
নিচে হাত পেতে থাকা হায়েনার দল
একে একে নিয়ে যায় তোমার অংশবিশেষ
এভাবেই ভাল থাকো তুমি
এভাবেই তৃপ্ত থাকো ।


আমার দুই চোখে খাঁ খাঁ সীমান্ত
নিংড়ে নেমে আসা ঝরণা...
এই ভাল, কবিতা লেখা যায় অহরহ,
এভাবেই ভাল থাকি আমি...