চল নবীন ঐ উর্ধ্ব পানে
                             কর টান সিনা প্রবীণ দমে
                গুড়িয়ে দে তুই আকাশ দালান
         হোক না তাতে তোর রক্তস্নান!
খুলতে হবে তোর ঊষার দুয়ার
       আসুক না যত সব বাঁধার দেয়াল।।


        আরে     ও বীর!
                         উঁচু করে ধর তোর বাহু শমশের!
         হাঁকিয়ে যা তুই অগ্নি অশ্বরোহী
           মারিয়া কাটিয়া সব দূর্গ প্রহরী!
                     সিঁদুর ললাটে আওয়াজ উড়াও
                     কাঁপুক তাতে দূর্গচুড়া,
             পিছু হটে দে ঐ শালাদের
            ভাংছে যারা তোর স্বপ্ন চূড়া!


        বাহু ঘুমা! 'ওরে' বাহু ঘুমা!!


                          ধর চেপে ধর মসনদের টুটি
             বনিস না হয় তাতে খুন-জোশী,
                    আসবে প্রভাত করে নিকষ রজনী নির্বাণ
                   ভাংতে হবে তোর রাজ্য নেজামত
                   মারিয়া অগ্নিবান!


                         হও আগুয়ান! 'মরদ' হও আগুয়ান!!


           বাঁজা দামামা বাঁধ আমামা বনে যা বীরবেশী
       মুক্ত কর তোর গ্রাসী রাহুর ভাগ্যলিপি ঐ শশী!


    ওরে              আজ বাজাও বিষাণ ওড়াও নিশান
                                 এক করে তোর জাতের মান,!
                    ধর থেকে সর কর আলাদা
                    হোক না ধরণী নিশীথ শশান!


          আসবে ঊষা করিয়া চেতন
                        তোর জালিমের বুকে
              পুঁতে কেতন!


                    ধর প্রহরণ! 'আজি' ধর প্রহরণ!!