চলবে কি পায়ে রেখে পা;
হাঁটবো শান্ত সকালে সোনালী রোদের শিশির ভেজা দূর্বা ঘাসে?
         পরবে কি দু'পায়ে নূপুর;
শুনবো আলতা রাঙা দু'পায়ের ঝুমুর ঝুমুর শব্দ শিউলি তলে?
               ছেঁড়ে কি দেবে চুলের খোপা;
দেখবো সমুদ্র তীরে উড়ন্ত চুলে লাগছে কেমন উদাস মনে?
                            রাখবে কি মাথা আমার কাঁধে;
হারাবো জল-রেখার সীমান্ত ছোঁয়া পশ্চিমের গোধূলী'টাতে?
                      চলে কি আসবে জোছনা রাতে;
চেয়ে রবো চোখেতে রেখে চোখ পদ্মভরা দিঘির পাড়ে নিরব হয়ে?
             বসবে কি পাশে শরতের সাঁঝে;
কাশফুলের শুভ্র বনে লুকোচুরি খেলবো নদীর তীরে?
      আসবে কি কাছে আপন ভেবে;
ডুববো তোমার বুকের উষ্ণতায় ভালবাসার লাল-নীল স্বপ্ন মেখে?


তবে চলে এসো...
এ প্রেম বসন্তের মধুর ক্ষণে;
আমি শিমুল বনের নিংড়ানো সমস্ত রং এনে এঁকে দিবো
তোমার কপালে ভালোবাসার টকটকে লাল টিপ...