অভীপ্সা চিত্ত নিয়ে খাম্বা হয়ে আছেন কেনো-
        ছিঁড়ে ফেলুন উলঙ্গের আবরণী,খুলে খান আবরু।
গত সচকিত প্যাঁচা ডাকা রাতে এক কুত্তার বাচ্চা-
                আমার তনুনিখিলে খুব দাঁত বসিয়েছে।
চর্মচক্ষু দিয়ে তাকান, তাকান!
                         লাল লাল দাগ দেখে মায়া হচ্ছে?
আরে আমার ইশ্বর,
                               আপনি আর নিজের কাছে সাধু
সাজবেন কেনো?
                    মস্তিগঞ্জে সস্তা দরে আর কিছু না পেলেও-
পতিতার দেহ পাওয়া যায়!
          তাই না শ্রীকৃষ্ণ?


শিয়রের কাছে কামের সবুজ পাহাড়ের ভাঁজে থৈথৈ ত্রিবেণী রেখে
          কত জারজ নৌকা ভিড়ায় আমার কাছে!


হা হা হা!


                    আচ্ছা,  আপনিও কি শাণিত খঞ্জর দিয়ে আমার তাপিত
নরম জমিন ছিঁড়ে খাবেন মশাই-
         ঐ কাফ্রি নর পশুর মতো!?


কি দয়া হচ্ছে আমার কার্পাস দেহের জন্য?
           এখন কালিমা পড়া সঙ্গিনীর কথা মস্তিষ্ক কানাকানি করছে বুঝি ?
নাকি ঈশ্বরের কথা ভাবছেন?
                   ভয় পাচ্ছেন চিরসত্য মৃত্যু আছে বলে?


জানেন বাবু,
         আমি আজ বেশ্যা! ধূলোপড়া পিছনে আমারও রঙ্গিন শৈশব!


হিসু করে দিবো অভিশপ্ত মানচিত্রে, আমার অধিকার দেন!?
             আমি একাত্তর বুঝি না, বুঝিনা স্বাধীনতা পরাধীনতা!
আমার বোঝার দরকার নেই জয় বাংলা, বাংলাদেশ জিন্দাবাদ!


                        জীব'কে নাকি কষ্ট দিতে নেই,
আমি বুঝি মানুষ নই?!


হে মোদের রাজ্জাক,
            আমাকে স্পর্শ করুন! মেয়ে দুটো এখনো না খেয়ে আছে,
তাদের রিযিক তো আপনার হাতে।


              চরিত্রবান হতে চাই না আমি,
জড়িয়ে নিন আমাকে, বদলে দুটো পয়সা দিন!!!