আমি কেঁদেছি ফিলিস্তিনের বালুতে,
কেঁদেছি আরো একবার সিরিয়ার সৈকতে!
আর আজ কাঁদছি বঙ্গোপসাগরের তীরে !
কান্না আমার সম দ্রুতিতে বহমান!
ত্বরণ ছাড়েনা অসহায় চোখের জলের!


ওরা আজ পৃথিবীর কীট মাত্র ,মানুষ নয়!
ওরা কচ্ছপের বাচ্চা,
তাই সাঁতার শিখতে সমুদ্রে বাস!
ওরা আজ মজাদার খাবার,
তাই জীবিত অবস্থায় অগ্নি স্নান!
ওদের ঘরে ঘরে যৌবন ভরাট হুর,
তাই বাসরঘর আজ সেনাক্যাম্প!
মানুষকে নাকি কষ্ট দিতে নেই, ওরা বুঝি মানুষ নয়!?


খোদার কসম আমি তোমাদের ভাই না!
আমি তোমাদের আগুনে নিত্য দেখে চায়ের কাপে মুখ রাখি!
তোমাদের কুকড়ে ওঠা ভোরে,
আমার মাথা সঙ্গিনীর নরম বুকে মিষ্টি ঘুমে বিভোর!


তোমরা তোমাদের চৌদ্দ শত বছর আগের ভাইদের ডাকো!
যেমন ডেকেছিল খোরাসানবাসি!
আমি ঘুমাই, আসবেই তো ভাই মুহাম্মদ,  খালিদ, তারিক বিন যিয়াদ!
কথা দাও; শেষ বিচারের দিনে আমার কলার ধরে টেনে নিবে খোদার কাছে! "বিচার চাই, বিচার চাই" বলে;
স্লোগানে স্লোগানে আগুন ঝরাবে হাশরের মাঠে!
তোমাদের আওয়াজে যেন সেই দিনের উত্তপ্ততা শীতল মনে হয়!


আমার আগুনে জ্বলে ওঠা স্ফুলিঙ্গকে
স্মরণ করে দিও;  
আমরাও জ্বলেছিলাম তোমার সামনে,
আমাদের চিৎকারে বন্ধ হয়েছিল কোকিলের কন্ঠ,
ছটফট করছিল দোয়েল কোয়েল,
শুধু তোমার ভোতা বিবেক জানতে আসেনি;
"আমরা শিশু, আমরাও তোমার মত মানুষ'!
মুখ থুবড়ে পড়েছিলাম তোমাদের তীরে!
কাঁটাতারের ওপাশ থেকে দেখতে পাও নাই উলঙ্গ মানবতা!