সকালের মৃদুলা ঝির-ঝির বাতাসে
আম্র মুকুলে ম-ম ঘ্রাণে,
শত পাখিরা নতুন উদ্যমে নানা চিত্তে
নৃত্যরত কোকিলা সুমধুর তানে
বলে বেড়ায় অবলীলায় কানে কানে....
এই ঋতূরাজ এলোরে এই ভরা ফাল্গুনে।


স্রষ্টার অসীমরকম দানে এই পূর্ণতা
মানব কুলের প্রাণে, বাহারি রঙ আর
হাজারও ফুলের সৌরভ...
কেউ বলে বলে বসন্ত,কেউ বলে ঋতুরাজ,
আমি বলি ভরা যৌবনা!
ভ্রমর বলে বেড়ায় মধুমাস
এটাই বাঙ্গালির ঐতিহ্য..গৌরব।


হে বাংলা "
তোমার ছয় ঋতুই আমায় অনুপ্রেরণা যোগায়,
নতুন আশার স্বপ্ন বুনায় সর্বসেরা এই ফাগুন।
"ফাগুন সে-তো ফাগুন নয়...
এই বাংলায় কোটি বাঙ্গালীর নিখাত প্রাণের "বাহারি রঙের প্রেমাগুন"।।
___________________
স্বত্বসংরক্ষিত, প্রথম প্রকাশ জানুয়ারি ২০১৭ইং।