তোমার প্রেমে ধরা সৃষ্টি,
ধরার তরে রহমতের বৃষ্টি
নামের মাঝেই পাই'গো শান্তি,
কত মোহাব্বত,
                হে প্রিয় মোহাম্মাদ!!
আরবের তথা মানবের দুর্দিনে
কেউ ছিল না হে রাসূল তুমি হীনে
অনক্ষ জাতিকে করেছো অনঘ
প্রেমের আলোকে আলোকিত
তোমারই জয়রথ
                হে প্রিয় মোহাম্মাদ!!
তুমি নারীত্বে এনেছো শ্রেষ্ঠ সম্মান
বলবত্ রেখেছো সম্পর্কের ভিন্ন মান
তুমি শান্তিকামী প্রেমকামী
ছায়ানটে ছায়াপথ,
               হে প্রিয় মোহাম্মাদ!!
ক্ষীণ-গরলের বন্ধু মানবতার সিন্ধু আল-আমিন
ফুল চরিত আদর্শ তোমার মনুষ্য কল্যাণে অমলিন,    প্রকৃতির কন্ঠেও তোমারি জয়গান
তুমি যে মহৎ,
              হে প্রিয় মোহাম্মাদ!!
রূপে, গুণে, জ্ঞানে কত সুন্দর আহারে,
মহামানব তুমি, দেখা দিও স্বপনে বা পরপারে,
ছালাম নিও মোর, তার শুকরিয়া
কোটি বার তোমার বন্ধুর প্রেমে
তাই আমি উম্মত,
                 হে প্রিয় মোহাম্মাদ!!
শেষ নিদানের নাছোড় মাঝি,
উম্মতের প্রেমে ধরছো বাজি
পাপীতাপীরেও করবে পার
করেছো শপথ,
              হে প্রিয় মোহাম্মাদ!!


_____________________________
রচনাকালঃ ৩১শে জানুয়ারি ২০১৭।