এই তো সেদিন তুমি...বাসন্তী তুমি...!
ভরা-যৌবন আসন্ন দিনে ঊর্ধ্বাঙ্গে জড়াতে, মেতেছিলে সবুজ রঙয়ের জামদানিতে।


অন্তর্বাস ছিলো তোমার পাঁশুটে রঙয়ের,
অাম্রমুকুল তোমার ছিল নাকফুল আর কানের গয়নাতে বেশ মানানসই ছিল স্বর্ণলতা,
কপালের টিপ ছিল তোমার ছোট্ট সজনে পাতা।
কৃষ্ণচূড়া খোপায় গোঁজা।
বাসন্তী শাড়ি পড়ে কুহু কুহু সুরে গান গেয়ে মাতোয়ারা ছিলে তুমি।


আজ ঠুনকো বৃষ্টিতে সে শাড়ি ধুয়ে শুকাতে দিলে চৈত্রের খরায়, ভিজেপুড়ে শাড়ির রঙ বদলায়।
বাজালে আকাশে ঢাক
এলো বৈশাখ! হলে তুমি বৈশাখী,
আসলো গ্রীষ্মকাল,
রঙ বদলে বাসন্তী শাড়ি নিলো সাদা রঙ
আর পাড়'-এ হলো লাল।
_________________
স্বত্বসংরক্ষিত ও 'আলোর দিগন্ত সাহিত্য পত্রিকায় প্রকাশিত। রচানাকালঃ ১৩/০৪১৭ ইং।