খুনসুটে পড়শীর বিশ্রী কথা শুনে
মানবতা লুকিয়েছে ঘরের কোণে,
ওমা! সবুজের ডালে ধরলো ঘুণে
মুক্তো ঝরে দ্যাখো নগ্ন উলু বনে।


আজ লাখপতি আর কোটিপতি
তারাই যেন মানবতার জায়াপতি,
বুঝে আসে না পাগলের মতিগতি
জনসুখে মানবতা মুমূর্ষু গর্ভবতী।


কোটিপতির দুয়ারে কেবলি আজ
মানবতা যেন অকঠোর কলাগাছ,
নিচুদরে নিজেকে বিকান বেলাজ
শিরোধার্য হয় তাদেরি তুঙ্গী-তাজ।


ওহে গবা, ছুঁড়ো গোবরে জড়তা
হৃদ ইস্পাতে গড় নরত্বের ছরতা,
সুপারি চিবানে রসিক প্রেমে গোত্তা
অন্তঃস্বত্বা হবে বদান্য অন্তরত্মা।
_________________
✍ মমিনুল মমিন
ভালুকা, ময়মনসিংহ,
তাং ০৬/১২/২০১৬ ইং।