যে মাটিতে তুমি গড়া সে মাটির গর্তে হবে ভরা,
                             তবে কেন এই দর্প?
      মানুষ তোমার নাম মনুষ্যত্বের দাও দাম
                             তবে কেন হও সর্প?


জগতপতির অপার মহীমায় তোমার এই মাটিরদেহ অতি শোভনীয় করেছেন-মাটির মাচানে,
     অথচ- এদিকওদিক টানাহেঁচড়া।
ভূবলয়ের নির্মলা বায়ু করে দূষিত
পরস্পরের দ্বারা হও ক্ষতবিক্ষত।
অযথাই সাপ নেউলের ন্যায় লড়াকু তুমি, তোমার  ধ্বংসযজ্ঞে তৃণমূল করো পুড়ে ছাই.. তোমার বিষাক্ত নিশ্বাসের দংশনে।
       দাঁড়াও, ক্ষান্ত হও.. নিজ দেহে যে
  মাটির চিরসত্য ঘ্রাণ তা কি পাওনা?


কত ক্ষমতাসীন ক্ষমতাহীন বীরবিক্রম-
লাফিয়া পড়িয়াছে মাটির গর্তে বিলীন সারি বেধে পালাক্রমে নিতে আছে মেতে মাটির ঘ্রাণ,
তোমার জন্য তো সুসংবাদ দেহে আছে সেই
  মূল্যবান প্রাণ বিদ্যমান।


     "এপার-ওপারে বিজয়ী তুমিই হবে
বেঁচে থেকে যদি নিতে পারো মাটির ঘ্রাণ।"


________________
রচনাকালঃ ২৭ জানুয়ারি ২০১৭ ইং।