এসেছিলে তুমি বাংলার আকাশে
রক্তিমা আভায় রক্তিম সূর্য হয়ে,
ভূবন দ্রষ্টায়ে গেছো চলে অকালে
দূরদেশে আর আসবেনা বলে...।।


তোমার স্বপন জুড়ে ছিল কত আশা ;
দেখিবে ভ্রাতৃত্ব,সৌহার্দ্যে কোটি বাঙালী
পিঁপীড়ার ন্যায় সমেতে এগোয়ে ছড়াবে
তোমার চেতনঊষা প্রসারিত করে পৌছাবে আলোর দিগন্তে দেখিতে বাংলার সুদিন...
             শঙ্খচিল উড়বে স্বাধীনদলে,
       বুনোহাঁস বেড়াবে ঝিলের জলে।


তোমার প্রতিচ্ছবিতে ভাসে অনেকেই ;
কেবলি তারা আজ আত্মসুখে মশগুল,
তোমার চেতনাত্মক নীতির নামে করে
প্রহসন, ঠকবাজ মুখোশধারী তারা।


হে নীতির নায়ক, হে সাম্যের গায়ক!
তুমি আবারো আসো এ বাংলায় বহুবার,
মুজিব নামে নয়! তাতে কি?
ভিন্ন কোন নাম নিয়ে,
তোমার রীতিনীতির নির্যাস যেন থাকুক
অবিকল সে প্রাণে।
তাকেও যেন কালে কালে কোটি বাঙালী
মুজিব বলেই জানে।।
________________


রচানাকালঃ ১৯মার্চ ১৭ইং