এসে দেখে যাস্...
তোর রেখে যাওয়া স্মৃতিমাখা হৃদয়ের পরিত্যক্ত মাটি তা আজ আপন কৌশলে উর্বর প্রকৃতির নিয়মেই।
তবে প্রত্যয়ী ছিলিস্ তুই- হবে না আর কখনো চাষ।


এসে দেখে যাস্...
তোর রেখে যাওয়া জ্বালাময়ী আষাঢ়ে অগ্নিবৃষ্টিতে
ভেতরটা ধুয়ে নিয়ে খাঁটি মাটির পুষ্টিদানে বেড়ে উঠছে ঝোপঝাড় ও বাঁশ।


এসে দেখে যাস্...
তোর দেয়া আমানত,
কিভাবে করি বল? তার খিয়ানত।
শেষ বিদায়েও ঝোপের মাটি হয়ে বুকে নেবো আর হবো ছাওয়া এই ঝোপের পরিত্যক্ত মাটি ও বাঁশ।
আসিস্ তুই পিশাচিনী...
                          এসে নিয়ে যাস্।।
______________
স্বত্বসংরক্ষিত, রচনাকালঃ ২০-০৪-১৭ ইং