জীবন নদীতে প্রেম তরীর বৈঠা
বাওয়া মাঝি মোরা, দু'দিক থেকে
বাইলেও গন্তব্য কিন্তু একই।
কত ঝড় আসে যায়,
মোদের ছুঁইতে না পায়।


তুমি তো বলতে ---
মরুদ্যানেও লোকালয় গড়ে মনোরম
প্রকৃতি দেবে উপহার।
কখনো চলন্ত তরীর বৈঠা ছেড়ে বুকে
মাথা রাখতে নিরাপদে একপাশে,
অন্যপাশে হাত বুলিয়ে বলতে
---- এ আমার।
তরীর ছোট্ট ফুটো বেয়ে জল আসতে
দেখে বলতে মৃদু হেসে --- ডুবুক,
যেমন আছি, থাকি না আরো?


হঠাৎ...!!
স্বার্থের জোয়ারকে স্বাগত করলে,
মরিচা ঘাটে আমায় ছেড়ে তুমি চললে
একা স্রোতস্বিনী রূপে..


কোথায়?


ও-ও-ও নিবৃত্ত যাবে তুমি?
বেশ তো, নোঙরটা তুলে নিয়ে যাও।
এমন বেগতিক হালে তরী বাইলে
কাদামাটির এই অন্তর কি করে সয় বলো?
নোঙরের টান।।
__________________
লেখক কর্তৃক সংরক্ষিত।
রচনাকালঃ ০৫/০৫/২০১৭ইং।