চাইছি তোমায় অবনমনে
তোমায় চাইছি সঙ্গোপনে
বাসিবো ভালো...
মত্ত হবো বিজন রাতে
পবিত্র স্পর্শের বিচরণে!!


ফাগুনে যেমন শত ফুল তীব্র
ব্যাকুলতায় প্রতীক্ষ্যমাণ,
আসে উড়ে চুপিসারে ভ্রমর
বসে সানন্দে করে লীলাগান!!


না হয় এসো প্রজাপতি হয়ে,
পাখনা ছড়িয়ে বসে যাও ফুলের গায়ে!
তোমার স্পর্শে করো ফুলকে
স্বার্থক একটু খানি ছোঁয়ে।


অসাড় পাপড়ি দেহের ভাঁজে ভাঁজে,
অম্বরচুম্বিত হবে তোমারি আশ্লেষে!
মুখ লুকিয়ে হাসবে না হয় প্রকৃতি,
না হয় দিলো একটু উঁকি!
মুখরিত হবেই ফুল, এই বাগান
এই প্রকৃতি- তোমার পবিত্র স্পর্শে...।।