তখন...চোখ ঝলসে যায়।
বোধোদয়'-এর পূর্বেই--
দেহপিঞ্জরে ফাগুনের অচিন্ত্য আগমনে
বিহ্বলা নৃত্যে মশগুল কোমলা চিত্ত।


কৃষ্ণচূড়ার শাখাদ্বয়ে যেন লাল রঙের
হাট বসেছে। রক্তিমা আবীর মেখে শত
ফুল যেন সুসজ্জিত করেছে পথপ্রান্ত।


মনভ্রমরাও বেশ বেসামাল!
সদ্যউদিত দেহডগায় কীসের এক-
অজানা অভিলাষ ছুঁয়ে যায় সময়
অসময় সর্ব গায়।


কয়েক ইঞ্চি মাটির ইস্পাতের উপর
ভর করে ছুটে চলা ট্রেন লাইনচ্যুত
হয়ে প্রেম যমুনায়।।
____________________
স্বত্বসংরক্ষিত।
রচনাকালঃ ১৬/০৫/২০১৭