পৃথিবীর সমীরণে কান পেতে আমি
শুনেছি অস্ফুট শব্দ, আঁধারেরা বলছে-
আলো দাও আলো দাও ওগো হে ভূস্বামী।
সৌহার্দ্যে শনির আখড়া আজ শুধু চলছে?
রোষানলে পুড়ছে সাম্য- মানবতা জ্বলছে-
কুগ্রহ নাশে হালখাতা উন্মেষে আগামী।
খেদে জিঘাংসার সিসা প্রেমানলে গলছে,
সাদৃশ্য তৃপ্তিতে এই নগণ্য গোস্বামী।
যদি হয় মন্দ কীসে? এহেন হালখাতা,
বছরান্তে নয় নিত্য স্বাগত জানাই-
রোজ হোক বর্ষপূর্তি হাসুক সোনাই
স্বত্বার সর্বত্র জয় সদা বিহ্বলতা।
পৃথিবী সুশ্রী তবেই রোজকার চালচিত্রে,
নববর্ষের ঘ্রাণেন্দ্রি সমীরণ মিত্রে।