না, তোমার চোখে পড়বে কেন?
তোমার প্রকৃতি তো নৈসর্গিক,
তুমি তো চন্দ্রিমা! সন্ধ্যারাতে শত সুখের মোমের নিভু নিভু সুখের আলো তারা হয়ে প্রহরী বেশে  চতুর্দিক।


তোমার চোখে আসবে না-
ভালোবাসার তীক্ষ্ণ খরায় অন্তঃজমিন
হা-হা'কারে ফেটে চৌচির,
মেঘবতী হয়ে ভেসে বেড়ানোর সন্ধিক্ষণে বেরসিকতার চিত্তে তোমার হঠাৎ হীনচেতা উঁকি বারিধারার।


আদৌ কী তপ্তহৃদয় শীতল হয়?
না! কখনোই না, তোমার ছুড়ে ফেলা প্রতিটি বৃষ্টিফোঁটা'র এক-একটি ফুলকি এই বিটুমেন্যুক্ত মাটি'কে শূলানে ভস্ম করে প্রমাণপত্র দিয়ে
বলছে প্রতিমুহূর্তেই - 'কষ্ট! সে'তো রোজের খোরাক' এই নিয়ে যা তার পরিচয়।
___________________
স্বত্বসংরক্ষিত, রচানাকালঃ ০৬/০৬/১৭ ইং