হিমবাবু কুটুম রূপে আগুণ মাসে
খুব ভোরে প্রেমডোরে শাসানি যে তার,
পিঠার গন্ধে জামাইবাবু মৃদু কাশে
মধুর হাঁড়ি ভাঙতে যাবেই এবার।


পালাগানে ছেলেবুড়ো গতরে চাদর
কাঠখড়ি দেয় পোড়া উষ্ণতার আশে,
বাসিজলে বধূ ভিজতে হয় কাতর
বাঘ কাঁপে মাঘী শীতে মর্দা বাবু হাসে।


অতিথিরূপে পাখিরা আসে দলে দলে
ফলফুলে ভরপুর সতেজ থাকার দিন,
ঋতুর দানে চরিতে বাড়ে কত ঋণ
বুনোহাঁস নৃত্য করে ঝিলের জলে।
বছরান্তে শীত আসে দেখাতে খেমটা
কুয়াশাতে টানে যেন বধূয়া ঘোমটা।


ছন্দমাত্রাঃ সনেট
www.somoyerkolom.com এ
Updated: October 31, 2017 — 1:56 pm