ক্ষণিকের মুসাফির তুমি!
অথচ স্বীয় স্বত্বা'কে বিস্মৃত করে গড়পড়তায় মরিয়া হয়ে খুঁজছো এক অনবগত পাখী---
যার নাম সুখ, আদৌ কী সুখ?


দেশ-দেশান্তে দিকদিগন্তে ছুটতে ছুটতে- আজ তুমি বড়ো'ই ক্লান্ত শ্রান্ত খানিক'টা ভ্রান্তও বটে!
কাঁচাদেহ কুঁড়ে কুঁড়ে খাচ্ছে সুখ নামের যে ঘুণ, ঠাঁই দিতে তুমি'ই যেচে পেতে ছিলে বুক।


ডাক্তার কবিরাজ!
আর কত ঔষধি গাছ সেবনে পেলে না-
তিল'সম ধাঁচ সব'তে পড়েছে দুর্ভোগ,
মোহ ছুঁড়ে দ্যাখ সাথী করে ত্যাগ সেরে যাবে দুঃখ নামের অসুখ।


সানন্দে স্বত্বায় মেখে দুঃখের কালি-
তৃপ্তি'র শ্বাস ছাড়ো এক ফালি ব্যর্থ হবে ঐ নির্দয় চোরাবালি প্রকৃতির হাওয়ায় আসবেই তেড়ে সুখ,
শত দুঃখেও হাসে দ্যাখো সুখ- লুকিয়ে পোড়ামুখ।
_______১৪/০৬/১৭ইং