কিছু শুন্যতা সারাজীবনের জন্য
যা পূরণ হবার নয়, শত পূর্ণতাকেও ছাপিয়ে সে শূন্য হয়েই রয়।
জীবনের সংগ্রহশালায় সকল প্রাপ্তি যদি হয়  নাটকীয়তা আর অপ্রাপ্তি যদি হয় বেরসিকতা সেথায়- ভালোবাসা নামক চিরকুটও শূন্যতার প্রতিচ্ছায়ায় হারায় দিগ্বিদিক ভরপুর।


দিনের আকাশের শূন্যতা!
ঘন কুয়াশা বা আধার কালো মেঘের খেলায় যদি না দেখা মেলে দীপ্তিময় রোদ্দুর, যদি নাই'বা হাসলো রূপালী জোৎস্না।
জীবন নদীর জোয়ারে শূন্যতার টানে ভাটা পড়ে যায় শূন্যতম হলেও ঐ বেখেয়ালি মনের স্রোত।


যদি চাওয়া গুলো হয় সব গগনস্পর্শী সেই আদুরিনীর, যদি সবিনয়ের ছিটেফোঁটাও
তার তরে অনর্থক হয়?
তবেই শূন্যতায় নেহাতি পরিপূর্ণ হয় ঐ
ভালোবাসার অথৈ সমুদ্দুর, তার সুদূরপরাহত বিপরিণতিই শূন্যতাপূরণ।


                    
ভালুকা, ময়মনসিংহ। তাং ১৭/১২/১৬ ইং।