গলত মজুত রেখে কুলের ঐ মূলে
লাভ কীগো আছে বলো? জল ঢেলে ফুলে।


অস্তিত্ব নৈপুণ্য রাখতে ধরে সেই ফুলে,
ছেঁটে ফেলো সব মোহ, মিছে মায়া ভুলে।


গলতের প্রতিকূলে দ্যাখো গো নির্মূলে,
আঘাতে আঘাত হেনে উপড়িও সমূলে।।


লাভ কিগো বলো তাতে? পড়ে থেকে ঝুলে,
দ্যাখো'নি নির্বোধ তুমি অন্তঃচক্ষু খুলে।


কার দয়া ভর করে এ নৈপুণ্য নিলে?
পাড়ি দেবে কোথা তুমি কোন কূলে দিলে।


ভাবো হে নাবিক তুমি কেন তবে এলে?
লুটোপুটি নিত্য খাও স্বার্থের ঐ জেলে।


সত্যের নাবিক তুমি গেছো ভুলে চলে,
ক্রমশ যাচ্ছো যে ডুবে অথৈ জল তলে।


সত্যের আহ্বানে তা বুকে নাও তুলে,
যারা আছে আজ সেই নিপাতের শূলে।।


_____________
অক্ষরবৃত্ত ৮+৬
_____________