'               আমি দূর্বা, আমি তৃণমূল
              গগন ছুঁতে হই না বিভোর
                 ফণী হতে সাধ হবে ভুল,
          কাঁটার ভয়ে কেউ ঘেঁষবে না
                       যতই বাজাই ঢোল।


              মন্দার গাছ সে-তো বহুল
                কাঁটার বেষ্টনী সুশ্রী তার
          ফলের আশা কেবল বিফল,
                  বৃথাই মাথা ঘামালে যে
                      ছিঁড়ে যাবে যে চূল।


            লাজের মাথা খাইনি আমি
                দুলবো মাতাল হাওয়ায়
          ঝড়ের ভয়ে কাঁপিনা তেমনি,
  দুমড়াবে ঘাড় কে সুযোগে আমায়
                         খাপ খেতে জানি।


           তোমার পাশ ঘেঁষি 'হে ফণী'
    তলদেশেই থাকি আসলে প্রলয়
         আমি তৃণ তোমায় গুরু মানি,
         শিশির আর রোদের আভায়
                   দেই হীরের ঝলকানি।


                  চাপড়ে থেকে পিষ্ট হই
                 শত পথিকের পদতলে
সেই ভালো, আমিতো পেরেক নই,
                  দৃঢ়রূপে রইবো সবলে
                 এত সামর্থ্য পাবো কই।


              নিষ্ঠুর বিবেক ছাড়ছে না!
                     ভাগ্যফলের আশায়
     মুসাফিরের সাক্ষাৎ কী হবে না?
        নেবে তুলে সত্য ভালোবাসায়
          গলে পড়বে সাধনার গয়না।


       পদযুগল পড়ুক আমার গায়ে
       সাদরে নেবো আশীর্বাদ স্বরূপ
            কাঁটা বিধে যদি তার পায়ে,
          নিন্দুকে যতই করুক বিদ্রূপ
                     আমি যাবো হাসায়ে।


               রক্ত ক্ষরণের ঔষধি হয়ে
                 মসৃণ রাখবো তার ক্ষত,
          অমলিন হবো তাতে মাখায়ে
                              সুপ্ত মনের ব্রত
      তব তৃণ ধন্য তার সান্নিধ্য পেয়ে।
___________________
স্বত্বসংরক্ষিত,
    ১ম প্রকাশ- ০৪/০৪/১৭ ইং