তোমার চোখে চেয়ে চেয়ে-
নীরস এ জীবন নবপল্লবে খেয়ে যায় দোল,
তোমার চোখে চেয়ে চেয়ে-
ছন্দহীন প্রাণ ভাঙাকূল জেনেও নব চৈতন্যে
বাঁধার সাধে মশগুল।
কে গো তুমি...উবাসিনী নাকি উরগীনী?
ধোঁয়াটে বাষ্পীভূত মাদকা চোখের ঘোরে আর এতটাই বিষাক্ততা কেন?
নাকি পল্লবী না বিপ্লবী?
নাকি ভাগ্যবিধাতার সান্নিধ্যাশে থাকা যুগান্তর কোন এক মনীষী'র ললাটফলক-
যার শুভদৃষ্টি'তে পূর্ণ মরণ?
আমি তো হেটে দেখেছি তোমার ঐ অলংকৃত চোখের পাড়ে।
রেশের ঘোড়াও নিষ্ফল!
মুহূর্ত্বের দৌড়ে শত বছর পাড়ি দিয়েও পারেনি গোল বৃত্তের ঐ সহস্র সমুদ্রজলের ঝর্ণাধারা পেরোতে- তোমার চোখে চেয়ে চেয়ে।