তোমার হৃদয় আঙিনাতে যে ভালোবাসার
বীজ বপন করেছো, তা চারায় রূপান্তরিত
হয়ে স্বাচ্ছন্দ্যে বেড়ে উঠছে।
তাকে লালন করো, বাড়তে দাও..।
পিষে-তুলে কি লাভ বলো?


সে তো তোমার অাঙিনাতেই অাছে থাকবে।
উদ্ভিদ সে প্রাণী নয়, তবে কীসে এত ভয়?
হোক না  বিহঙ্গমা মনা,
হোক যতই আত্মবিলাসী।
পা..গ..লী.. একটা,হবে তোমারি জয়..!
অহেতুক চিমটি কেটে লাভ কি বলো?


তাতে দাগ বসবে, ক্ষতও হবে। সইতে না
পারলে অন্যদিকে মুকুল ছাড়বে। তখন
পারবে কি তুমি সইতে?
বরং, বিকশিত হয়ে আপন তাগিদে
ছড়িয়ে ছিটিয়ে পড়ুক না অন্যের বাড়িতে!
কত দর্শনার্থী ভিড় আর রবরবে মুখরিত হবে
তোমার আঙিনা।
খুনসুটে নজরে একটু ভেঙচি কেঁটে হোক
না শান্ত তারা,স্বার্থকতার সীলমোহর তো তবেই..!
আসল গোড়া তো তোমাতে
তোমার হৃদয় অাঙিনাতেই।।
____________________
লেখক কর্তৃক সংরক্ষিত
রচনাকালঃ ২মে ২০১৭ ইং।