[বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণকে ইউনেস্কো ৩০ অক্টোবর ২০১৭ তারিখ ডকুমেন্ট অব ওয়ার্ল্ড হেরিটেজ ঘোষণা করায় জাতির পিতার প্রতি বিনম্র শ্রদ্ধাসহ গানটি তাঁকে নিবেদন করছি]


বঙ্গবন্ধুর ডাকে জাগল সাত কোটি জনতা
নয়টি মাসের যুদ্ধ শেষে পেলাম স্বাধীনতা।


বঙ্গবন্ধুর একটি ভাষণ স্বাধীনতার মন্ত্র
দুঃশাসনের শিকল ভেঙ্গে আনল গণতন্ত্র।
সাতই মার্চের ভাষণ ছিল অগ্নি ঝরা দ্রোহের কবিতা।
নয়টি মাসের...


একটি ভাষণ একটি স্বদেশ বীর বাঙালির তেজ
এই ভাষণটিই ডকুমেন্ট অব ওয়ার্ল্ড হেরিটেজ।


ইতিহাসের পাতায় এখন যে ভাষণটি লিখা
এই ভাষণটিই জ্বেলে ছিল বিজয় মশাল শিখা।
তোমার জন্য গর্বিত আজ সালাম জাতির পিতা।
নয়টি মাসের...
১৯-১১-২০১৭


ছন্দ: স্বরবৃত্ত
পর্ব বিভাজন: পূর্ণ পর্ব ৪ মাত্রা, অপূর্ণ পর্ব ১/২ মাত্রা।
গানের শ্রেণি: দেশের গান।