পতঙ্গের মতো দিও না ঝাপ, দেখে ঐ আলেয়ার আলো
সে) আলো নিভে গেলে নিমেষে, দুচোখে দেখবে আঁধার কালো।


ভুল করে ফুল ভেবে একবার যদি নাও তারে তুলে
কেঁদে কি গো বলো হবে লাভ সেই ভুল ভেঙ্গে গেলে
তাই) সহসা করো না ভুল দেখে কারো বাহিরে ভালো।।


ফুলের আড়ালে আছে জেনো কাঁটারো বিষ
সব ভুলের হয় না তো ক্ষমা, পায় না আশিস।


একটি ভুলই হতে পারে জেনো সারা জীবনের কান্না
চকচক করলেই সব পাথর তো নয় হীরা মণি পান্না
আসল আর নকলের বুঝতে ব্যবধান মনের প্রদীপ জ্বালো।


৫-১০-২০১৭


ছন্দ: অক্ষরবৃত্ত
পর্ব বিভাজন: পূর্ণ পর্ব ৬ মাত্রা, অপূর্ণ পর্ব ১-৫ মাত্রা।
গানের শ্রেণি: আধুনিক গান।