জাগো হে তরুণ ভোরের অরুণ
দেখো রাঙা প্রভা
ডাকে বিশ্ব কাঁদে নিঃস্ব আজ
বসেছে স্মরণ সভা।
মজলুমের ডাক শুনতে কি পাও
অতল ঘুমের ঘোরে
জাগো জাগো ক্ষিপ্ত বেগে
নতুন আলোর ভোরে।
জালিমের তখত করো চুরমার
হাঁকো দিকে দিকে বজ্রনাদ
মুক্ত করো, বিশ্ব গড়ো
হঠাও সকল বাধ।
আলোর দিশারী তরুণ, করুণ
ডঙ্কা আজ বাজা
হুঙ্কারে ধূলায় মিশে যাক
অত্যাচারী রাজা।
২৫-২-২০১৮