(কবিতাটি প্রিয় কবি এ কে দাস মৃদুলকে উৎসর্গ করলাম। তার উপস্থাপনার ভঙ্গিতে অনুপ্রাণিত হয়ে অনুকরণ করার চেষ্টা করেছি। সফলতা ব্যর্থতার বিচারের ভার প্রিয় পাঠকের উপর ছেড়ে দিলাম।)
আমি
তোমার হাতে
হাত রেখে নিজেকে
সঁপেছি তোমার তরে প্রাণ।
প্রাণের বন্ধন যাবে না ছিঁড়ে
এই জীবনে আসুক যত ঝড় তুফান।
তুমি
কথা দাও
আমাকে ভালোবাসবে আজীবন
আমাকে ছুঁয়ে করো অঙ্গীকার,
তুমি আর আমি রবো একসাথে
জীবনে মরনে ভালোবেসে হবো দুজন দুজনার।
আমরা
মিশে রবো
দুজনে প্রাণে প্রাণে
সুখ দুঃখের সারথি হয়ে।
ধরনীর বুকে দিয়ে যাবো লিখে
তোমার আমার প্রণয় প্রীতির নতুন ইতিহাস।
গড়বো
প্রেমের তাজমহল
অশান্ত ধরনীর বুকে।
আমাদের প্রেম গোলাপ ফুটাবে
বারুদের গন্ধ মুছে সুগন্ধ ছড়াবে
হিংসা বিদ্বেষ ভুলে মানুষ ভালোবাসায় জড়াবে।
২৯-১-২০১৭