আমার এ দুটি চোখ আজ জলহীন নদী
শুকিয়ে হয়েছে বালুচর কেঁদে নিরবধি।


আমার বাগানে কোন দিন ফুটেনিকো ফুল
জানি না কি ছিলো গো আমার জীবনের ভুল
আজ সব ভুল ফুল হতো মরে যেতাম যদি।।
আমার এ দুটি চোখ...


এই বুকেতে আসে না আর প্রাণের জোয়ার
তাই আজ আর নেই ভয় পথ হারাবার।


ভালোবাসা ছাড়া কখনও কে বলো গো বাঁচে
হৃদয় চেয়ে লাভ কি বলো হৃদয়হীনার কাছে
কুল হারা ভুল পথে চলে আজ নীরবে কাঁদি।।
আমার এ দুটি চোখ...


২৭-৯-২০১৭


ছন্দ:মাত্রাবৃত্ত
পর্ব বিভাজন: পূর্ণ পর্ব ১০ মাত্রা, অপূর্ণ পর্ব ৬-৮ মাত্রা।
গানের শ্রেণি: আধুনিক গান।