পেঁচার হাসি বুঝলো মাসি
তিরস্কারের জ্বালা
রাধা বসে একলা কাঁদে
কোথায় গেল কালা।

মিলের আশায় নীল খোঁজে যাই
আকাশ পানে চোখ
শূন্য যখন সঙ্গী আমার
শূন্যেতেই পাই সুখ।

সংসারের এই অন্তরজালে
সকল কিছুই ফাঁকি
দু’চোখ জুড়ে শুধুই আঁধার
আঁধার নিয়েই থাকি।

আমার আকাশ মেঘলা এখন
ওই আকাশে চাঁদ
ভালোবাসা আর কিছু নয়
রঙিন আলোর ফাঁদ।
৪-৯-২০১৮