আমার দুর্গা আমারই ঘরে মায়ের রূপে করে বাস
ঘরের দুর্গা হেলায় ফেলে কেনরে মন কৈলাস যাস।
দুর্গা কেবল নয়রে জড় মাটির প্রতিমা
দুর্গা হলো রক্ত মাংসের জন্মদাত্রী মা।
দুর্গা মায়ের আশীস পেতে ঘরের মায়ের সেবা কর
হেলায় তারে দিসনে ব্যথা দিসনে করে তারে পর।
আমার দুর্গা আমারই মা তাঁর ছায়াতেই শান্তি পাই
মায়ের মতো দুর্গতিনাসীনি জগতে আর কেহ নাই।
মাগো তোমার সকল সন্তান রোখো দুধে-ভাতে
তোমার পূজায় রোখো রত সকাল সন্ধ্যা রাতে।
১৪-৯-২০১৭