স্মৃতিগন্ধা সন্ধ্যা মুছে ফেলতে চাইলেও মোছা যায় কি?
লেপ-কাঁথা, বালিশে-পাপোশে কিছুটা হলেও
লেগে থাকে অনুরাগের পরাগ। যেসব সুন্দর দিন
একান্ত আমার ছিলো, যখন গলতো ব্যথার বরফ
নদীর মতো নারীর ছোঁয়ায়- সেসব দিনের স্মৃতিরা
সুদীর্ঘকাল ধরে সাহারা বুকে নামায় তৃপ্তির স্রোতধারা
হৃদয়ের হার্ডডিস্কে অটোসৃষ্ট স্মৃতির বাগফাইল
যতই ডিলিট করি ততই ফিরে এসে মন মনিটরে
দেখায় মেমোরি ফুল। চাইলেই আর কেউ
পারে না এখানে জ্বালাতে অনুরাগের সুগন্ধি আগর।
০৪-০২-২০২২