অ-তে অনেক অসুখ অসুস্থ মন অজস্র ব্যথা মনে
অসহায় আমি অবহেলায় কাঁদি অরণ্যে বনে।
অপার অমানিশা অন্ধকার চোখে অল্প আলোর রেখা
অতল সাগর অচিন পৃথিবী অজানা পথে হেঁটেছি একা।
অবোধ অসুরে ভরে গেছে দেশ পাপে রত অসীম অবাধ
অচিরেই খাবে অজগরে গিলে অসমাপ্ত অপরাধ।
অবুঝ শিশু অনাদরে বাড়ে অনাহারে থাকে দিন রাত
অশান্ত ধরা অশনী সংকেত আসন্ন অধঃপাত।
অভাবে স্বভাব নষ্ট অল্পে তুষ্ট অনেকে
অনুচিত অকাজে লিপ্ত অকল্যাণ এনেছে ডেকে।
অকারণ অকালপক্ক ডেকে আনে অকুল পাথার
অকৃতজ্ঞ অকালে মরে অনলে পুড়ে ভোগে অনাচার।
অখণ্ড অবসরে অদক্ষ হাতে লিখি অ এর গল্প
অক্ষত অক্ষরে অযাচিত জল ভরে অগত্যা অল্প।
অনন্ত অগাধ অক্ষিপটে অফুরন্ত স্বপ্ন জাগে
অমঙ্গল অমাবস্যা সুদূরে মিলাবে অগ্নিবীণার রাগে।
অভিশাপে অপবাদে অপয়া অধম কাঁদে
অজীর্ণ অসুখে অমৃতে অরুচি রসনায় বাধে।
অমর অক্ষয় অবিনাশী অন্তর মুখরিত প্রাণ
অনায়াসে অসত্য রুখে অবলীলায় গায় সত্যের জয়গান।
অভিযোগ অনুযোগ অনুরোধে অতিষ্ঠ জীবন
অনাহারে অনাচারে অশান্ত অস্থির মন
অমানুষ অশান্তি আনে অনাহুত অকারণ
অনৈতিক অশ্লীল অসভ্য কাজে মানে না বারণ।
অ-এর অনন্য কীর্তি অন্যাসক্ত বলে গেলাম অল্প
অসমাপ্ত রয়ে গেল অ-এর অপ্রতিম অসাধারণ গল্প।
২০-২-২০১৭